Rose Powder

  Dhaka City, Uttara

time icon  4 years ago

250.00 tk


Details :

গোলাপ Rosaceae গোত্রের অন্তর্ভুক্ত Rosa গণের দ্বিবীজপত্রী গুল্মজাতীয় উদ্ভিদ। সারা পৃথিবীতে গোলাপের প্রজাতি সংখ্যা প্রায় ১৫০। বিদেশ থেকে আনা কয়েক প্রজাতির এবং বিভিন্ন জাতের গোলাপের চাষ হলেও বাংলাদেশের স্থানীয় একটি (Rosa involucrata) প্রজাতির গোলাপ জন্মে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রামের কোনো কোনো অঞ্চলের জলাভূমিতে।গোলাপ ফুলের রানী। সুগন্ধি বা সৌন্দর্যে গোলাপ ফুল অতুলনীয় । তবে যে গোলাপ শুধু সৌন্দর্য বিলিয়ে যায় তা নয়। গোলাপের পাপড়ি বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয় রূপচর্চায়। গোলাপের পাপড়ি গুলোকে শুকিয়ে গুড়ো করে সৌন্দর্য চর্চার বিভিন্ন রকম উপাদানের সাথে মিশিয়ে ব্যবহার প্রচলন বেশ পুরনো। তবে বর্তমান সময়েও শুকনো গোলাপের পাপড়ি গুড়ো ব্যবহার করা হয় ব্যস্ততম সময়ে
প্রাকৃতিক ভাবে রুপচর্চার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে গোলাপের কয়েকটি পাঁপড়ি কাঁচা দুধে ভিজিয়ে রাখুন। আধা ঘণ্টা পর এই পাঁপড়িগুলো বেটে নিন এবং এর সাথে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে ত্বককে করে তুলবে কোমল ও মসৃণ। গোলাপফুল বলিরেখা দূর করতেও সাহায্য করে। কয়েকটি গোলাপের পাঁপড়ি ভালো করে বেটে নিন। এর সাথে ত্বক তৈলাক্ত হলে লেবুর রস, শুষ্ক হলে কমলার রস এবং মিশ্র হলে শসার রস মিশিয়ে নিন। এরপর এ মিশ্রণটি তুলার বলের ওপর নিয়ে প্রতিদিন ত্বকে লাগান। বলিরেখা তো দূর হবেই, ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে।
প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে গোলাপ। যাদের রোদে পোড়া ত্বকের সমস্যা রয়েছে, তাদের জন্যও গোলাপের পাপড়ি ও গোলাপের পাপড়ির মিশ্রণ খুবই উপকারি। গোলাপের পাপড়িতে থাকা ভিটামিন-সি সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করে। বাইরে বের হওয়ার আগে ত্বকে গোলাপজল লাগিয়ে নিন। এটি প্রাকৃতিক সানব্লক হিসেবে কাজ করবে। ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে এক কাপ ফুটানো পানিতে একমুঠো গোলাপের পাপড়ি দিয়ে আধা ঘণ্টা পর ছেঁকে নিন। প্রতিদিন রোদে পোড়া ত্বকের ওপর ব্যবহার করুন। ত্বক ধীরে ধীরে এর স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে পাবে।
ব্রন দূর করতে:গোলাপের পাপড়ি, আলু , নিমপাতা একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নিন। সেই মিশ্রণ মুখে লাগাতে থাকুন। সপ্তাহে অন্তত ২-৩ বার এটা ট্রাই করুন। এই টোটকাগুলো ট্রাই করে দেখুন।
গোলাপের পাপড়ি ত্বকের যত্নে খুবই কার্যকর। গোলাপের সুগন্ধ ত্বককে সতেজ করে। এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ফ্রি র্যাডিকেলসের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে। বিভিন্ন দূষণ, জীবাণু ও ইরিটেশন থেকে ত্বককে রক্ষা করে। এক চা চামচ গোলাপের পাপড়ি বাটা বা গুঁড়োর সঙ্গে পরিমাণমতো পানি ব্যবহার করে লাগালে ত্বক সজীব হয়ে উঠবে। পানির বদলে মধুও ব্যবহার করা যেতে পারে।
 
 
 
 
 
 
 
 
 
 
 

Write a review :