New
Gas Leak Detactor
Dhaka City, Mirpur
3 years ago
1450.00 tk
Details :
সম্প্রতি বাসা বাড়ি এবং সিএনজি চালিত যানবাহনের গ্যাস সিলিন্ডারের বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব বিস্ফোরণে হয়েছে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি। রাজধানীর যাত্রাবাড়ীর এক বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আগুনে দগ্ধ হয়েছেন আরও ছয়জন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তরায় গ্যাস সিলিন্ডারের লিকেজের ফলে জমে থাকা গ্যাসে আগুন লেগে বাড়িটি ভস্মীভূত হয়।এরকম ঘটনা হরহামেশা ঘটছে ।
যেহেতু সিলিন্ডারের গ্যাস খুব বেশি চাপে তরল করে প্রবেশ করানো হয়, তাই এটির বিস্ফোরণও খুব মারাত্মক হয়। এর বিস্ফোরণ হলে শকওয়েভ ছড়িয়ে পড়ে। এ শকওয়েভ শরীরের যেখানেই লাগুক না কেন, তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।
আসুন জেনে নিই সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে কী করবেন?
১. রান্নার পর অবশ্যই গ্যাসের চুলা বন্ধ রাখতে হবে। আর গ্যাস জ্বালিয়ে রাখলে যদি রান্নাঘরের জানালা বন্ধ থাকে, তবে সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়তে পারে। হতে পারে গ্যাস বিস্ফোরণ।
২. রাতে ঘুমানোর আগে অবশ্যই চুলা বন্ধ করে ঘুমাতে হবে। এটি অভ্যাসে পরিণত করলে আপনি ও আপনার পরিবার থাকবে নিরাপদে।
৩. রান্নার আগে ও পরে রান্নাঘরের জানালা বন্ধ রাখবেন না। জানালা বন্ধ রাখলে গ্যাস জমে হতে পারে বিস্ফোরণ।
৪. সিলিন্ডারের গ্যাস খুব বাজে গন্ধযুক্ত। লিক হলে খুব উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে। তাই এমন উৎকট গন্ধ পেলে আগুন তো জ্বালাবেন না, উল্টো বাসার বিদ্যুৎ লাইন বন্ধ করে দিন।
৫. সিলিন্ডার উচ্চচাপ ও তাপের এলাকায় রাখবেন না। রান্না তুলে দিয়ে অন্য কাজে যাবেন না। এতে খাবারে আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ হতে পারে। রান্না করার সময় কাপড় নিয়ে সাবধান হন। কারণ কাপড়ে আগুন লেগে পুড়ে যেতে পারে।
তবে, এটা্ও বলতে চাই যে, আমাদের কার না ভুল হয় । আমরা তো জেনেশুনেই অনেক ভুল করি ,আর ভুল হবে এটাও স্বাবাভিক । কিন্তু প্রযুক্তি এখন এমন হয়েছে যে, আপনি অসাবধান থাকলেও আপানাকে সাবধানে থাকতে বাধ্য করবে। তাই গ্যাস দুর্ঘটনা এড়ানোর জন্য বাজারে এসেছে #Gas_Leakage_Detector।
*আর এটি ডিজাইন করা হয়েছে বাসা-বাড়ী, হোটেল, মার্কেট, বোর্ডিং, যানবাহনের জন্য।
আপনি ভুলবশত গ্যাস ছেড়ে রাখলেও এই যন্ত্র আপনাকে সাবধান করবে। আপনাকে সাইরেন দিবে। বেচে যাবে সুন্দর জীবন গুলো।